test ×

One-stop shopping for a huge variety of products

Go CnCart Help you forward the package to
Each country or region you need

Return & Refund Policy (Bangladesh)

আমরা আমাদের ক্লায়েন্টদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের যেকোনো সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করি। আপনারা জানেন যে আমরা সরাসরি 1688 এবং Taobao সেলারদের কাছ থেকে পণ্য ক্রয় করি। এই প্ল্যাটফর্মগুলো সরাসরি আন্তর্জাতিক শিপমেন্ট করে না। তাই সেলারদের কাছ থেকে পণ্য আমরা আমাদের Guangzhou Warehouse-এ রিসিভ করি এবং সাপ্তাহিকভাবে বাংলাদেশে শিপমেন্ট করি। চায়নিজ সাপ্লায়ার থেকে পণ্য আসার কারণে কিছু পরিবহনজনিত সমস্যা স্বাভাবিকভাবেই হতে পারে। এসব পরিস্থিতি বিবেচনা করে নিচের শর্তসাপেক্ষে আমরা রিটার্ন ও রিফান্ড সেবা প্রদান করি।

Evidence required Claim windows apply

যেসব ক্ষেত্রে রিটার্ন / রিফান্ড প্রদান করা হয়

  • প্যাকেটের ভিতরে পণ্য ভাঙা বা কম পাওয়া গেলে।
  • ওয়েবসাইটে প্রদত্ত পণ্যের বর্ণনার সাথে পণ্যের মিল না থাকলে
  • উৎপাদনগত ত্রুটি (Manufacturing Defect) থাকলে।
  • ইলেকট্রনিক পণ্যে পাওয়ার / ডিসপ্লে / চার্জিং সমস্যা হলে—
    • সমস্যার স্পষ্ট ভিডিও প্রদান করতে হবে।
    • সেলার যাচাই করে গ্রহণ করলে রিফান্ড প্রদান করা হবে।
    • সেলারের ফাইনাল সিদ্ধান্তের স্ক্রিনশট আপনাকে শেয়ার করা হবে।

নোট: ভঙ্গুর (Fragile) পণ্য অর্ডার করলে অবশ্যই Wooden Box নির্বাচন করতে হবে, না হলে ক্ষতির দায় গ্রাহকের।

যেসব ক্ষেত্রে রিটার্ন / রিফান্ড প্রযোজ্য নয়

  • সঙ্গত কারণ ছাড়া পণ্য পরিবর্তন/ফেরত চাইলে।
  • বাংলাদেশে পৌঁছানোর পর ৫ দিনের মধ্যে পণ্য গ্রহণ না করলে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
  • ইলেকট্রনিক পণ্যে কোনো ওয়ারেন্টি/গ্যারান্টি প্রযোজ্য নয়।
  • স্ক্রিনের রেজোলিউশন ভেদে ৫–১০% রঙের তারতম্য স্বাভাবিক।
  • “Used”, “Second Hand”, “Repaired” লেখা পণ্য ফেরতযোগ্য নয়।
  • “পণ্য পছন্দ হয়নি” বা “এখন আর দরকার নেই” ধরনের কারণ গ্রহণযোগ্য নয়।
  • সেলার থেকে পণ্য শিপড হয়ে গেলে (৩–২৪ ঘণ্টার মধ্যে) অর্ডার পরিবর্তন সম্ভব নয়।
  • পণ্য হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগ না জানালে অর্ডার সফল হিসেবে গণ্য হবে।

Refund Process

  • Wallet Refund: আপনার রিফান্ডযোগ্য অর্থ আপনার China Cart Wallet-এ যোগ করা হবে।
  • Wallet Balance ব্যবহার: চাইলে এই ব্যালেন্স ব্যবহার করে নতুন পণ্য অর্ডার করতে পারবেন।
  • Withdraw Request: যদি অর্ডার করতে না চান, Wallet থেকে Withdraw Request পাঠাতে হবে।
  • Transfer Timeline: আমরা ৩ কার্যদিবসের মধ্যে আপনার রিফান্ড আপনার ব্যাংক/মোবাইল ব্যাংকিং একাউন্টে পাঠিয়ে দেব।

নোট: প্রয়োজন অনুযায়ী আমরা প্রমাণপত্র (আনবক্সিং ভিডিও, ক্ষতির ছবি, শিপিং লেবেলের ছবি) চাইতে পারি। কাস্টমস/নিয়মের পরিবর্তন সাপেক্ষে নীতিমালাটি আপডেট হতে পারে।